• অর্থনীতি

বাণিজ্য মেলা শেষ আগামীকাল

  • অর্থনীতি
  • ০৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০০:৫৫

সিএনআই ডেস্ক: ২৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হবে আগামীকাল মঙ্গলবার। ৩১জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনদিন সময় বৃদ্ধি করে সরকার। বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২০) ২৫তম আসরের সমাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে মেলার সমাপন ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেলার সমাপন ঘোষণার পর আগামীকাল মঙ্গলবার মেলা শেষ হবে। গত ১ জানুয়ারি মেলার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য গত ৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ও ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ ছিল। বাংলাদেশ ছাড়াও এবারের মেলায় ২০টি দেশের ৫৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। দেশগুলো হলো ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, হংকং, ভুটান, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, জার্মানি ও ইতালি।

মন্তব্য ( ০)





  • company_logo