• অর্থনীতি

২৬ হাজার কোটি টাকারও বেশি রেমিটেন্স পাচার বছরে

  • অর্থনীতি
  • ০৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:২৭:০২

সিএনআই ডেস্ক: বছরে অবৈধভাবে ২৬ হাজার কোটি টাকারও বেশি পাচার করছে দেশে কর্মরত আড়াইল লাখ বিদেশি শ্রমিক। বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' বিষয়ক টিআইবির এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিদেশি শ্রমিকদের কর ফাঁকির কারণে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা বলে এ গবেষণায় জানা যায়। আজ বুধবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, আড়াই লাখ বিদেশি কর্মীর মধ্যে মাত্র সাড়ে নয় হাজার রিটার্ন দেন। যে বেতন তারা দেখান, তাতে বিদেশি কর্মীর বেতন দাঁড়ায় মাত্র ৫৩ হাজার টাকা। তিনি বলেন, বিদেশি কর্মী নিয়োগে নীতিমালা না মানা, আয়কর না দেয়া ও বেতনসহ তাদের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই। বিদেশে থাকা বাংলাদেশিরা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, তার কাছাকাছি রেমিটেন্স অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

মন্তব্য ( ০)





  • company_logo