• জাতীয়

কার স্বাক্ষরে মনোনয়ন: জানতে চায় ইসি

  • জাতীয়
  • ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১১:২২:৪৫

সিএনআই ডেস্ক: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে রাজনৈতিক দলগুলোর শীর্ষ কোন নেতার স্বাক্ষর ব্যবহার হবে- তা জানাতে চিঠি দিয়েছে ইসি। সম্প্রতি এ চিঠিগুলো দেয়া হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল গত ১৬ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জানাতে হয়। এ হিসাবে ২২ ফেব্রুয়ারির (শনিবার) মধ্যে দলগুলোকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম পাঠাতে হবে। বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের চিঠিতে বলা হয়েছে, ‘দলের প্রতীকে সংশ্লিষ্ট আসনে কোনো প্রার্থীকে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও’র অনুচ্ছেদ ১৬ (২) ও ১৬ (৩) অনুযায়ী, দলের কোনো পদধারীর (দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অথবা সমান পদদাধীকারী ব্যক্তি) স্বাক্ষরে মনোনয়ন প্রদান করা হবে, তা জানানোর জন্য এবং একই সাথে সংশ্লিষ্ট পদধারীর নাম, পদবী ও সত্যায়িত নমুনা স্বাক্ষর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মরকর্তার কাছে এবং নির্বাচন কমিশনকে অনুলিপি পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’ তফসিল অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি, বাছাই ১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মার্চ এবং ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

মন্তব্য ( ০)





  • company_logo