• রাজনীতি

জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান আমীর খসরুর

  • রাজনীতি
  • ২৪ জানুয়ারী, ২০২০ ১৫:৫০:১৯

সিএনআই ডেস্ক: ঢাকার দুই সিটি নির্বাচনে জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় লুৎফুন টাওয়া‌রের সাম‌নে ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের সমর্থনে তিনি এই আহ্বান জানান। জনগণকে ‌ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী ব‌লেন, আওয়ামী লী‌গের প্রার্থীরা আচরণ বি‌ধি লঙ্ঘন করে চলেছে। নির্বাচন কমিশন নির্বিকার। তিনি বলেন, ভোটচোরদের বিশ্বাস নেই। ভোট চোর‌দের প্রতিহত কর‌তে হ‌বে। কেন্দ্র পাহারা দিতে হ‌বে। এ সময় ঐক্যফ্রন্টের নেতা ও জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব ব‌লেন, এই নির্বাচন খা‌লেদা জিয়ার মু‌ক্তির নির্বাচন। গণতন্ত্র ফি‌রি‌য়ে আনার নির্বাচন। সরকার ধা‌নের শী‌ষের বিজয় ঠেকা‌তে পার‌বে না। তারা ভয় পে‌য়ে গে‌ছে। পু‌লিশ ভাইরা জনগ‌ণের বিপ‌ক্ষে গি‌য়ে কাজ কর‌বেন না। আপনারা জনগ‌ণের সেবক। তাই নির‌পেক্ষ হ‌য়ে কাজ করুন। পথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

মন্তব্য ( ০)





  • company_logo