• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে মোটরবাইক চোর চক্রের চার সদস্য গ্রেফতার

  • সমগ্র বাংলা
  • ২৬ জানুয়ারী, ২০২০ ১৯:০৫:০৮

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ শহরে ব্যাপক হারে মোটরবাইক চুরির হিড়িকের  মুখে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে  বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ  মোটরসাইকেল চোর চক্রের মুলহোতাসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের স্বীকারোক্তিনুযায়ী  দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া পাঁচটি মোটরসাইকেলও উদ্ধার করে। আজ বিকালে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক প্রেসব্রিফিং থেকে এ তথ্য জানানো হয়।  কিশোরগঞ্জ (সদর) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী প্রেস ব্রিফিং -এ লিখিত বক্তব্যে মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ গ্যাং এর মুলহোতাসহ চারজনকে গ্রেফতার এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের বিস্তারিত বর্ণনা দেন। এ সময় কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক ও পরিদর্শক (সিপি) জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ চোর চক্রের মুল হোতা সিলেটের বিশ্বনাথ পুরের টেংরা এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে আবদুল মতিন  কিশোরগঞ্জ শহরের উকিল পাড়ার ভাসানী সড়কে একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করে  গোপনে মোটরসাইকেল চুরি করে আসছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাকে শনিবার বিকালে পাকুন্দিয়া উপজেলা সদরের গরুহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।তার স্বীকারোক্তিনুযায়ী সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শেলফি ব্রিজ মুখ এলাকা থেকে শাকিল নামে চক্রের  সদস্যকে  মোটরসাইকেলসহ আটক করা হয়। মতিন ও শাকিলের দেয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাত ২ টার দিকে সিলেটের হুমায়ুন চত্ত্বর এলাকা থেকে রুবেল ও নূরুল ইসলাম নামে আরও দুই সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে রুবেলের দেয়া তথ্যমতে সিলেটের গোপালগঞ্জ থানা এলাকা থেকে আজ রোববার সকাল ৮ টার দিকে লুকিয়ে রাখা আরও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ অভিযানের  আগে আরও তিনটি চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

মন্তব্য ( ০)





  • company_logo