• সমগ্র বাংলা

রংপুরে বিকাশ ব্যবসায়ীকে মারধোরে প্রতিবাদে সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা
  • ২৬ জানুয়ারী, ২০২০ ১৯:২১:১৭

রংপুর ব্যুরো: চাঁদা না দেয়ায় রংপুর মহানগরীর চারতলা মোড়ের বিকাশ ব্যবসায়ী রায়হানুল কবির লিটনকে কুপিয়ে জখম করার ঘটনায় হামলাকারীরা গ্রেফতার না হওয়ার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা।এ ঘটনার প্রতিবাদে রোববার বিকালে সড়ক অবরোধ ও মানববন্ধন কারীদের অভিযোগ,ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারছে না হামলাকারীদের। হামলাকারীরা এলাকাতেই প্রকাশে ঘুড়ে বেরাচ্ছে অভিযোগ ব্যবসায়ীদের। হুমকি ধামকি দিচ্ছে সন্ত্রাসীরা। ঘণ্টাব্যাপী অবরোধের কারণে নগরীর প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। মানববন্দনে জখম ওই বিকাশ ব্যবসায়ী রায়হানুল কবির লিপনের পিতা আব্দুল হামিদ জানান, ঘটনার ৭২ ঘন্টা পরেও পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে পারে নি।উল্টো তারা আমাকে মামলা তুলে নেয়ার হুমকি ধামকি দিয়েছো  আমি  নিরাপত্বাহীনতায় ভুগছি। ব্যবসায়ীর বন্ধু মোঃ নওশের মিয়া জানান,  কলোনির বাসিন্দা ওই যুবকরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন। তাদের অত্যাচারে  ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছি। বুধবার সন্ধ্যায় নগরীর চারতলা মোড়ের এসটিআর ট্রেডার্স নামের বিকাশের দোকানের মালিক আমার পুত্র রায়হান কবিরের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে  স্থানীয় যুবক সুরাজ, ভিকি, রকি, রবি ও আতিক। চাঁদা না দিতে চাওয়ায় সন্ত্রাসীদের সাথে লিপনের হাতাহাতির পর সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে চলে যায়।রাত ১১ টার দিকে ওই বিকাশ ব্যবসায়ী মর্ডান মোড়ে যাওয়ার পথে পিডিবির সামনে ওই সন্ত্রাসীরা তার পথ রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এসময় সন্ত্রাসীরা তার কাছে থাকা বিকাশের ১ লাখ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।গুরুতর আহত  আবস্থায়   তাকে সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ারী জোনের এসি জমির উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা আসামীদের গ্রেফতার করেছি। আধাঘন্টার মতো সময় সড়ক অবরোধ হয়েছিল। আমাদের সাথে কথা বলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়েছেন।

মন্তব্য ( ০)





  • company_logo