• আন্তর্জাতিক

ফেসবুকে বাংলায় পোস্ট মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী বার্নি’র

  • আন্তর্জাতিক
  • ১৫ জানুয়ারী, ২০২০ ১২:৪৪:১৭

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রত্যাশী নেতা বার্নি স্যান্ডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষায় একটি স্ট্যাটাস দিয়েছেন। যাতে তিনি লিখেছেন, ‘স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার’। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই পোস্ট দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলাতেই নয়, আরো কয়েকটি ভাষায়ও পোস্ট দিয়েছেন বার্নি। রাজনৈতিক বিপ্লব ঘটানোর প্রত্যয় নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন এই মার্কিন সিনেটর ও ডেমেক্র্যাট রাজনীতিবিদ। তার করা এই পোস্টে ৫ ঘণ্টায় আড়াই হাজারেরও বেশি লাইক ও তিনশ’রও বেশি কমেন্ট পড়েছে এবং পোস্টটি শেয়ার করেছেন সাড়ে সাতশ লোক। কমেন্টে তার প্রশংসা করছেন অনেকেই। অনেক বাঙালিও এতে কমেন্ট করেছেন। বাংলাদেশ থেকে মীর মোমেন হোসেন বার্নি’র করা এই পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ থেকে ভালবাসা ও শ্রদ্ধা। আমি আপনার সুস্বাস্থ্য এবং নির্বাচনে জয়ী কামনা করি কারণ বিশ্বের আপনার মতো আরও রাজনীতিবিদ প্রয়োজন। আসা করি খুবই ভাল হবে’। ২০০৭ সালে সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রতিনিধি সভায় অন্তর্ভুক্ত ছিলেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে শুরুতে খুব একটা গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচিত না হলেও কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানে তার বিতর্ক প্রচারিত হবার পর হঠাৎই তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। উল্লেখ্য, বার্নি স্যান্ডার্স শিকাগো বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেন। তিনি ১৯৬০ ও ১৯৭০ এর দশকে যুদ্ধবিরোধী এবং নাগরিক অধিকারের জন্য হওয়া আন্দোলনে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন। ১৯৯০ সালে ৪০ বছরের মধ্যে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রতিনিধি সভার একজন প্রতিনিধি নির্বাচিত হন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo