• সমগ্র বাংলা

শরীয়তপু‌রে আশার আয়োজনে শিক্ষা সে‌বিকা স‌ম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ১৪ জানুয়ারী, ২০২০ ২১:৫৪:০২

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ শরীয়তপু‌রে শিক্ষা সে‌বিকা স‌ম্মেলন ও কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৪ জানুয়া‌রি) দুপুর ১২টার দি‌কে জেলা আশা'র আয়োজ‌নে এ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।  সম্মেল‌নে প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, জেলা প্রশাসক কাজী আবু তা‌হের। আশা'র এক্সি‌কিউ‌টিভ ভ‌াইস প্রে‌সি‌ডেন্ট শাঁওলী ঝর্ণার সভাপ‌তি‌ত্বে  বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন অতি‌রিক্ত পু‌লিশ সুপার কামরুল হাসান, জেলা প্রাথ‌মিক সহকারী শিক্ষা অফিসার ‌মো. মিজানুর রহমান খান, শরীয়তপুর প্রেস ক্লা‌বের সভাপ‌তি ও জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক অনল কুমার দে, আশা'র এসি‌ট্যান্ট ডি‌রেক্টর মো. মোতাহার হো‌সেন বাহার । এ সময় আশ‌া'র কর্মকর্তা-কর্মচা‌রিবৃন্দ, শিক্ষা সুপার ভাইজার, শিক্ষা সে‌বিকা প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।
স‌ম্মেল‌নে জানানো হয়, প্রাথ‌মিক পর্যা‌য়ে অধ্যয়নরত শিক্ষার্থী‌দের ঝ‌ড়ে পড়া শিশু শ্রে‌ণি থে‌কে পঞ্চম শ্রে‌ণি পর্যন্ত আশা- বাংলা‌দে‌শের ৬৪টি জেলায় ১ হাজার ২৫০টি ব্রা‌ঞ্চে ১৮ হাজার  ৯৫০ শিক্ষা কে‌ন্দ্রের মাধ্য‌মে পাঁচ লাখ শিক্ষার্থী‌কে শিক্ষাদান ক‌রে আস‌ছে। আর শরীয়তপুর জেলার ৫টি উপ‌জেলার ১৬টি ব্রা‌ঞ্চে ২৪০টি শিক্ষা কে‌ন্দ্রের মাধ্য‌মে শিশু শ্রে‌ণি থে‌কে পঞ্চম শ্রে‌ণি পর্যন্ত ৫ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী‌কে শিক্ষাদান ক‌রে আস‌ছে। পাশাপা‌শি স্বাস্থ্যসেবা প্রধান করা হ‌চ্ছে ব‌লে জানা যায়।

মন্তব্য ( ০)





  • company_logo