• জাতীয়

জয়ী হতে পারলে প্রথম দিন থেকেই কাজ করব: তাপস

  • জাতীয়
  • ১৫ জানুয়ারী, ২০২০ ১৫:৫৩:১৩

সিএনআই ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই কাজ করার শুরু করবেন। ঢাকাকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবেন। আজ বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী, শ্যামপুরে নির্বাচনী গণসংযোগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে ব্যারিস্টার তাপস বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ ৩০ জানুয়ারি আমরা বিপুল ভোটে জয়ী হব। একটি উন্নত ঢাকা উপহার দিতে উন্নয়নের যে রূপরেখা দিয়েছি, ডিএসসিসির বাসিন্দারা তা সাদরে গ্রহণ করেছেন। তাদের প্রত্যাশা পূরণে, মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করব। প্রচারে যেন জনভোগান্তি না হয় সেদিকে দৃষ্টি রাখছেন জানিয়ে তাপস বলেন, জনগণ আমাদের অনেক ভালোবাসা দিচ্ছে। আমি জনভোগান্তির বিষয়টি মাথায় রেখেছি। আর তাই যেখানেই যাচ্ছি সেখানকার সড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সে জন্য আমার নির্বাচনী প্রচারের কাজে যারা যুক্ত তাদের সতর্ক থাকতে বলেছি। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। পাশাপাশি আমাদের নির্বাচন পরিচালনা কমিটিও সতর্ক রয়েছে। ভোটের দিন সরস্বতী পূজা পড়ছে– এ বিষয়ে জানতে চাইলে তাপস বলেন, নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল। কিন্তু পঞ্জিকা অনুযায়ী এটি ভুল হয়ে গেছে। এ জন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি। নির্বাচন যেহেতু নির্ধারিত তারিখেই হবে, তাই আমাদের গণসংযোগ চালিয়ে যেতে হবে।

মন্তব্য ( ০)





  • company_logo