• রাজনীতি

মেয়র হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই: তাপস

  • রাজনীতি
  • ১৬ জানুয়ারী, ২০২০ ১৫:৩৫:০৫

সিএনআই ডেস্ক: আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত হলে মেয়র হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। জনগণের সমস্যা জানতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য হেলফ লাইন চালু করা হবে। হেলপ লাইনে সমস্যা সমাধান না হলে সেবক যাবে বাড়িতে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট সংলগ্ন বিজিবি ৩ নম্বর গেইট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মেয়র হতে চাই না জনগণের সেবক হতে চাই উল্লেখ করে তাপস বলেন, ঢাকা দক্ষিণের জনগণের যে কোনো সমস্যা সমাধানে সর্বদা কাজ করে যাব। উন্নত ঢাকা গড়ার জন্য ২৪ ঘন্টা কাজ করব। তিনি বলেন, নির্বাচনে নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বত:স্ফূর্তভাবে নেমে গেছে। একটা উৎসমুখর নির্বাচনী আমেজ বজায় রয়েছে। আমরা আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণজোয়ার সৃষ্টি হয়েছে নৌকার পক্ষে। তিনি বলেন, ব্যাপকভাবে আমরা ঢাকাবাসীর কাছ থেকে সাড়া পাচ্ছি। আমরা ৫টি ভাগে বিভক্ত করে উন্নয়নের রূপরেখা দিয়েছি, যা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। বিশ্বাস করি আগামী ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় হবে। নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ অন্যরা।

মন্তব্য ( ০)





  • company_logo