• আন্তর্জাতিক

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু, আহত ২৭

  • আন্তর্জাতিক
  • ২০ জানুয়ারী, ২০২০ ১৮:০৭:১২

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিনের বিরতির পর বিভিন্ন দাবিতে ইরাকে আবারো সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে, সরকার ব্যবস্থার সংস্কার, চাকরির নিশ্চয়তা, দ্রুত নির্বাচন আয়োজনসহ নানা দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। এসময় জলকামান এবং রাবার বুলেটের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। আন্দোলনকারীরা পাথর নিক্ষেপ করে এর পাল্টা জবাব দিলে সংঘর্ষ শুরু হয়। গেল বছরের অক্টোবরে ইরাকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়।

মন্তব্য ( ০)





  • company_logo