• আন্তর্জাতিক

তেহরানে বিধ্বস্ত বিমানে দুটি ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করল ইরান

  • আন্তর্জাতিক
  • ২১ জানুয়ারী, ২০২০ ১৫:১২:৫২

আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসে তেহরানে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরান। এতে বিমানটির ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়েছেন। নিহতদের বড় একটি অংশ ছিল ইরানি ও কানাডীয়। গত ৮ জানুয়ারি তেহরানের ইমাম খোমিনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছিল বিমানটি। এ বিপর্যয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করতে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ বলছে, বিধ্বস্ত বিমানটি থেকে তথ্য উদ্ধার করতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা চাওয়া হলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া সম্ভব হয়নি। সংস্থাটি আরও জানায়, এ দুর্ঘটনায় ক্ষতির প্রভাবের মূল্যায়ন করতে একটি তদন্ত অব্যাহত রয়েছে। টর-এম১ হচ্ছে একটি স্বল্প-পাল্লার স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা বিমানকে লক্ষ্যবস্তু বানাতে সাবেক সোভিয়েত ইউনিয়ন এটির উদ্ভাবন করেছিল। সোমবার নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা প্রাথমিক প্রতিবেদনে ইরানের বেসামরিক বিমান সংস্থা জানায়, তদন্তকারীরা দেখেছেন যে দুটি টর-এম১ ক্ষেপণাস্ত্র বিমানটিতে আঘাত হেনেছে। প্রথম দিকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপ বাড়ার পর ঘটনা স্বীকার করে নিয়েছে দেশটি।

মন্তব্য ( ০)





  • company_logo