• সমগ্র বাংলা

বিদেশ যেতে সাবাইকে আগ্রহী হতে হবে: মোতাহার হোসেন এমপি

  • সমগ্র বাংলা
  • ২১ জানুয়ারী, ২০২০ ১৫:৫৭:১৯

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ  লালমনিরহাট এক(হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি বলেন, দেশের অন্যান্য জেলার চেয়ে আমাদের এলাকার লোকজন প্রবাসে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অনেক চেষ্টা করেও এই এলাকার লোকজনকে বিদেশে নেয়া সম্ভব হয়নি।  তাই প্রবাসে যেতে সবাইকে আগ্রহী হতে হবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপরে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই এলাকার মানুষ বিদেশে যেতে ভয় পায়। তারা বিশ্বাস করতে পারে না, এ সরকার বিদেশে লোকজন পাঠাতে পারে। এছাড়া মহিলারা মনে করেন বিদেশে গিলে দেহ ব্যবসার কাজে তাদের ব্যবহার করা হবে। কিন্তু এটা সঠিক নয়। সঠিক নিয়মে সরকারীভাবে বিদেশ গেলে কোন সমস্যা হয় না। আমাদের এ ভয় দূর করতে হবে। আমরা যদি বিদেশে যায় তাহলে এই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন,  সহকারী  কমিশনার (ভৃমি) শামিমা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার প্রমুখ। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিভাগের জেলা প্রশিক্ষক অধ্যক্ষ মকছেদুল ইসলাম। এতে বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ আরও অনেকে অংশ নেন।

মন্তব্য ( ০)





  • company_logo