• সমগ্র বাংলা

টাঙ্গাইলে অনিয়ম দুর্নীতি নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা
  • ২১ জানুয়ারী, ২০২০ ১৬:৩০:৪৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।  সদর উপজেলা মিলনায়তনে ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন দুর্নীতি দমন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এ সময় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। গণশুনানিতে বিভিন্ন দপ্তরের ৩৭টি অভিযোগ উঠে আসে।
এর মধ্যে থেকে বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে দুদক কমিশনার তা দ্রুত সমাধানের জন্য উক্ত প্রতিষ্ঠান সমূহের অফিস প্রধানকে নির্দেশ প্রদান করেন।টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য
রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদকের) পরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।

মন্তব্য ( ০)





  • company_logo