• আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতের আদেশ মানতে মিয়ানমার বাধ্য

  • আন্তর্জাতিক
  • ২৫ জানুয়ারী, ২০২০ ১২:৩৭:৫৮

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের আদেশ মিয়ানমার প্রত্যাখ্যান করলেও জাতিসংঘের সদস্য হিসেবে আদালতের কাছে প্রতিবেদন পেশ করতে বাধ্য দেশটি। এমনটাই মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার পথও সুগম হবে বলে অভিমত তাদের। এছাড়া দেশটির ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে সরকারকে পরামর্শও দিয়েছেন তারা। রোহিঙ্গাদের সুরক্ষায় গণগত্যা বন্ধসহ আন্তর্জাতিক আদালত যে চার দফা অন্তর্বর্তী আদেশ দিয়েছে  তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমান। কিন্তু জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আদালতের নির্দেশ দেশটির না মানার কোন সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকরা। এই রায় বাংলাদেশের জন্য ইতিবাচক। প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই প্রতিবেশি দেশগুলোর সাথে যোগযোগ বাড়ানো এবং মিয়ারমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার পরামর্শ তাদের। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে  নিধন চালায় দেশটির সেনাবাহিনী। ২০১৯ সালের ১১ই নভেম্বর মিয়ারমারের এই নৃশংসতা বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

মন্তব্য ( ০)





  • company_logo