• আন্তর্জাতিক

দিল্লি থেকে লন্ডন বিভিন্ন স্থানে হামলার ছক কষেছিলেন সোলাইমানি: ট্রাম্প

  • আন্তর্জাতিক
  • ০৪ জানুয়ারী, ২০২০ ২০:৩৬:৩৮

ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিষয়ে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দিল্লি থেকে লন্ডন পর্যন্ত বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি জড়িত ছিলেন। শুক্রবার ফ্লোরিডার মার-এ-লেগোতে অবকাশ কেন্দ্রে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি করে বলেন, সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসের রাজত্ব শেষ হয়েছে। ট্রাম্প বলেন, সোলাইমানি নিরপরাধ মানুষ হত্যাকে তার বদভ্যাসে পরিণত করেছিলেন। দিল্লি থেকে লন্ডন পর্যন্ত সন্ত্রাসবাদী চক্রান্তে তার ভূমিকা ছিল। আমরা সোলাইমানির অত্যাচারের শিকার হওয়া বহু মানুষের কথা স্মরণ করছি এবং এটা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে তার সন্ত্রাসের রাজত্ব শেষ। গত ২০ বছর ধরে সোলাইমানি মধ্য প্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল অভিযোগ করে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র যা করেছে তা অনেক আগেই করা উচিত ছিল। এতে প্রচুর প্রাণ বাঁচানো যেত। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির এই সময়ে সোলাইমানির হত্যা পরিস্থিতিকে যুদ্ধের দিকে পরিচালিত করবে না বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্য ( ০)





  • company_logo