• রাজনীতি

বিকেলে নগরভবনে মনোনয়ন নিয়ে মুখ খুলবেন সাঈদ খোকন

  • রাজনীতি
  • ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪৫:০৮

সিএনআই ডেস্ক: নিজ বাসভবনে স্বেচ্ছাবন্দি থেকে অনেকটা একাই সময় কাটাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত হয়েছেন তিনি। তার পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসকে। প্রথম থেকেই ডিএসসিসির বিদায়ী মেয়র সাঈদ খোকনকে নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছিল। বিশেষ করে মনোনয়ন সংগ্রহের দিন খোকন ‘কঠিন সময় যাচ্ছে’ বলে কেঁদে ফেলায় সেই শঙ্কা আরও বাড়ে। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো, ডিএসসিসির নির্বাচনে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন। প্রার্থীতার প্রসঙ্গে মেয়র সাঈদ খোকন গতকাল কোনও মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিস্ট সূত্রে জানা গিয়েছিল, দলের মনোনয়ন ঘোষণার দিন নিজের বাসাতেই ছিলেন মেয়র সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয় নগর ভবনেও যাননি তিনি। তবে আজ (সোমবার) নিজের মন্তব্য জানাবেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন, ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বিকেল ৩টায় নগরভবনে গণমাধ্যমের কর্মীদের কাছে নিজের মন্তব্য জানাবেন। এদিকে রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দুই সিটির মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ‘মেয়র সাঈদ খোকনকে সঙ্গে নিয়ে দক্ষিণ সিটির উন্নয়নে কাজ করবো। উত্তর ও দক্ষিণ মিলে আমরা নতুন ঢাকা গড়ব।’

মন্তব্য ( ০)





  • company_logo