• অর্থনীতি

৩৫ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ

  • অর্থনীতি
  • ২৪ ডিসেম্বর, ২০১৯ ১০:৫০:১৮

সিএনআই ডেস্ক:  রাজধানীসহ সারাদেশে কমেছে পেঁয়াজের দাম। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ বিক্রি করছে ৩৫ টাকায়। নতুন দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় সোমবার (২৩ ডিসেম্বর) থেকে এই দামে পেঁয়াজ বিক্রি করতে শুরু করেছে টিসিবি। এর আগে প্রতি কেজির দাম ছিল ৪৫ টাকা। ঢাকাসহ সারাদেশে প্রায় ২০০টি ট্রাকে প্রতিদিন পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। এরমধ্যে ঢাকায় বিক্রি করা হচ্ছে ৫০টি ট্রাকে। এ দিকে সরবরাহ বাড়লেও সোমবারও সচিবালয় গেট ও শান্তিনগর বাজারের সামনে ক্রেতাদের লাইন ধরে টিসিবির পেঁয়াজ কিনতে দেখা যায়। আজ বাজারে নতুন দেশি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা, পাতাসহ নতুন পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা, চীনা পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারেও এখন পেঁয়াজের দাম নিম্নমুখী। বিশেষ করে ভারতে পেঁয়াজের দাম ৪০ থেকে ৪৫ রুপিতে নেমে এসেছে। খুব শিগগির দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমবে বলে আশা করছি।

মন্তব্য ( ০)





  • company_logo