• রাজনীতি

‘ঢাকা উওরের ৩৮,৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড জনগণের দুখের সাথী নিলুফা ইয়াসমিন’

  • রাজনীতি
  • ২৩ ডিসেম্বর, ২০১৯ ১৯:৫৮:৪০

আল-আমিন এম তাওহীদ: নিলুফা ইয়াসমিন ইতি এক অপ্রতিরোধ্য ও আত্মবিশ্বাসী নারী। আসন্ন ঢাকা উওর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৮, ৩৯ এবং ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। দীর্ঘ দিন থেকেই তিনি এলাকায় রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছেন। মনে জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের। তিনি কখনো বয়স্ক অসহায় মানুষের নিজ উদ্দগে চিকিৎসা সেবা দিচ্ছেন, কখনো বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করছেন, বিভিন্ন সেমিনার করছেন, এলাকায় মাদক বিরধী এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন উঠান বৈঠকের আয়োজন করছেন। বিশেষ করে ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে যখন কম বেশি সব যায়গায় ডেংগু মশা যখন একটি আতংকের নাম হয় ঠিক তখনি নিলুফা ইয়াসমিন ইতি উনার ৩৮, ৩৯ এবং ৪০ নং ওয়ার্ডের একাধারে ১০ দিন মশা নিধন কর্মসূচি, লিফলেট বিতরণ, মশার কোয়েল বিতরণ, কিভাবে ডেংগু মশা বা এডিস মশা প্রতিরোধ করা যাবে তার জন্য এলাকায় বিভিন্ন স্থানে সচেতনতা মুলক সভা এবং সেমিনারের আয়োজন করেন। তিনি আর এই জন্যই নিলুফা ইয়াসমিন ইতি কে উনার ওয়ার্ডের সাধারণ জনগণ ভালো বেসে জনতার কাউন্সিলর বলে আক্ষায়িত করেছেন। নিলুফা ইয়াসমিন ইতি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। জনসাধারণ বিশ্বাস করেন নিলুফা ইয়াসমিন ইতি যদি কাউন্সিলর হতে পারেন তাহলে তারা তাদের ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন বুঝে পাবেন। তাই দল মত নির্বেশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন নিলুফা ইয়াসমিন ইতির পক্ষে।  ইতি আপার ঘোষনা ৩৮, ৩৯ এবং ৪০ ওয়ার্ডে সন্ত্রাস আর মাদক থাকবে না। তিনি সাংবাদিকদের জানান, আমাকে জণগন ভোট দিয়ে নির্বাচিত করলে সবসময় জণগনের পাশে থাকবো। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানুষের সেবা করে যাবো। বর্তমানেও আছি আর ভবিষ্যৎতেও আছি। সবার কাছে আমি দোয়া প্রার্থী।

মন্তব্য ( ০)





  • company_logo