• জাতীয়

তদবির নিয়ে আমার কাছে আসবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়
  • ০৩ নভেম্বর, ২০১৯ ১২:০৯:২৭

সিএনআই ডেস্ক: পুলিশে বদলি কিংবা জমি সংক্রান্ত কোন তদবির নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে না যাওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে লালকালিতে বড় অক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা তিনি তার কার্যালয়ের সামনে টাঙিয়ে দিতে নির্দেশনা দেন। বৃহস্পতিবার বিকালে এ প্রতিবেদকের উপস্থিতিতে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা দেন। বৃহস্পতিবার বিকালে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উর্ধতন এক নেতা (নাম প্রকাশ করা হলোনা) স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে আসেন। তিনি তার এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে নানা অভিযোগ সংবলিত একটি লিখিতপত্র মন্ত্রীর কাছে পেশ করে ওই পুলিশ কর্মকর্তাকে বদলির সুপারিশ করেন। মন্ত্রী এসময় তার স্বভাবজাতভঙ্গিতে ওই নেতাকে বলেন, ‘আমি পুলিশে বদলি কিংবা নিয়োগে কোন তদবির করি না।’ যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উর্ধতন ওই নেতা এসময় বলেন, ‘আপনি পুলিশের গার্জিয়ান, আপনাকে ছাড়া আমরা কার কাছে অভিযোগ করবো?।’ স্বরাষ্ট্রমন্ত্রী ওই নেতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি পুলিশের আইজির কাছে যান। অভিযোগ থাকলে উনাকে বলেন, কাজ হয়ে যাবে। ’ মন্ত্রী বলেন, ‘আমি সর্বোচ্চ আইজিপিকে আপনার কথা বলে দিতে পারি।’ ঠিক এ মুহূর্তে মন্ত্রীর কক্ষে প্রশাসনিক কর্মকর্তা প্রবেশ করলে তিনি তাকে উদ্দেশ্য করে বলেন, তাঁর দফতরে ‘জমি সংক্রান্ত এবং পুলিশে বদলির তদবিরে কেউ আসবেন না’ এমন একটি নোটিশ টাঙিয়ে দেন। একই সঙ্গে নোটিশটি লালকালিতে বড় অক্ষরে লেখার জন্যও প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন। মন্ত্রীর এ নির্দেশনায় তাঁর কক্ষে উপস্থিত সকলে হেসে উঠেন।

মন্তব্য ( ০)





  • company_logo