• অপরাধ ও দুর্নীতি

সম্রাটের কার্যালয় থেকে অস্ত্র, ইয়াবা, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৬ অক্টোবর, ২০১৯ ১৮:৩৮:০৯

সিএনআই ডেস্ক: ঢাকা মহনগর দক্ষিণ যুবলীগের সভাপতি (সদ্য বহিস্কৃত) ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে ১১৬০ পিচ ইয়াবা, ১ টি অস্ত্র, একটি ক্যাঙ্গারুর চামড়া এবং বেশ কিছু মদের বোতল উদ্ধার। রোববার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাকে নিয়ে র‌্যাব সদস্যরা কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারের চতুর্থ তলায় তার কার্যালয়ের তালা ভেঙে অভিযান শুরু করেন। টানা ৪ ঘণ্টার অভিযান চলে তার কার্যালয়ে। এ সময় বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষমান ছিলেন সম্রাটকে একনজর দেখার জন্য। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে দুপুর থেকে এ অভিযান চলছিল। কিছুক্ষণ পর বিফ্রিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। সম্রাটের শান্তিনগরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব-৩।  র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল  সাফিউল্লাহ বুলবুল বলেন, বেলা আড়াইটা থেকে অভিযান শুরু হয়েছে। তল্লাশি চলছে। র‌্যাব সদস্যরা জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের উপস্থিতিতে অভিযান চলছে। রোববার (৬ অক্টোবর) ভোর রাতে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র‌্যাব। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করন। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর দুই-একদিনের মধ্যেই যুবলীগ নেতা সম্রাট ঢাকা থেকে আত্মগোপন করেছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo