• জাতীয়

বুয়েটে শিক্ষক রাজনীতি নিষিদ্ধের ঘোষণা

  • জাতীয়
  • ০৯ অক্টোবর, ২০১৯ ১৮:১৯:৪৬

ন্যাশনাল ডেস্ক: বুয়েটে শিক্ষক সমিতির পক্ষ থেকে এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এ ঘোষণা দেওয়া হয়ছে।
বুধবার (৯ অক্টোবর)  সমিতির সভাপতি ড. একেএম মাসুদ শিক্ষক সমিতির এক জরুরি সভা শেষে এ ঘোষণা দেন। এরআগে সকাল ১০টায় এ জরুরি সভা বসে। তিনি বলেন, “আমরা শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছি। ভবিষ্যতে বুয়েটে ছাত্র রাজনীতিও নিষিদ্ধ করা হবে।” এরআগে শিক্ষার্থী তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল খান। বুধবার সকাল থেকে শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এসময় নতুন করে দেওয়া ১০ দফা দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। এছাড়া মামলার সকল খরচ ও আবরারের পরিবারের ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে বলেও তারা জানান। মামলাটি দ্রুততম ট্রাইব্যুনালে অধীনে দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে বলেও দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

মন্তব্য ( ০)





  • company_logo