• আন্তর্জাতিক

আটককৃত মার্কিন-ব্রিটিশ ড্রোন প্রদর্শন করল ইরান

  • আন্তর্জাতিক
  • ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩২:০৮

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) দেশটির আকাশসীমা লঙ্ঘনের দায়ে একাধিক মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা ড্রোন আটক করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানী তেহরানে আয়োজিত এক প্রদর্শনীতে ড্রোনগুলো উত্থাপন করা হয়। ইরানি গণমাধ্যম 'প্রেস টিভি' জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের আটককৃত একটি ব্রিটিশ আনম্যানড অ্যারিয়াল ভেহিকল (ইউএভি) এবং ফিনিক্স নামের আরও একটি ড্রোন প্রদর্শন করা হয়। ফিনিক্স হলো দিন অথবা রাতের যেকোনো আবহাওয়াতেই নজরদারি চালাতে সক্ষম। বিশ্লেষকদের মতে, এই ড্রোনগুলোতে থাকা সার্ভেইল্যান্স পডের সাহায্যে নজরদারি চালানো হয়। সাধারণত একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের (জিসিএস) সাহায্যে এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। মূলত সার্ভেইল্যান্স পডের সঙ্গেও সংযুক্ত থাকে এই জিসিএস। যা প্রায় টানা পাঁচ ঘণ্টা শূন্যে অবস্থান করতে পারে। একটি ২০ কিলোওয়াটের (২৬ এইচপি) পিস্টন ইঞ্জিনের সাহায্যে চালিত এই ইউএভির গতি ঘণ্টায় প্রায় ১৬৬ কিলোমিটার। যেখানে ৫.৬ মিটারের একটি উইংস্প্যান রয়েছে। তাছাড়া শনিবারের প্রদর্শনীতে মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত অ্যারোসন্ডে এইচকিউ নামের একটি খাড়াভাবে টেকঅফ এবং ল্যান্ড করা ইউএভি প্রদর্শন করে আইআইজিসি। যা একটি সিঙ্গেল ফ্লাইটের মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতি সম্পর্কে জানতে সাহায্য করে। এবার 'ডেজার্ট হাউক' নামের আরও একটি মার্কিন ড্রোন এবারের প্রদর্শনীতে দেখানো হয়। যা লম্বায় প্রায় ০.৮৬ মিটার এবং ওজনে ৩.২ কেজি। যেখানে একটি ইলেক্ট্রনিক মোটরও আছে। মূলত সেই মোটরের সাহায্যেই ড্রোনটিকে মাটি থেকে পরিচালনা করা হয়। ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় বিভিন্ন সময়ে এসব ড্রোনগুলোকে আটক করা হয়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo