• আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট সমাধানে গঠন করা হচ্ছে ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটি

  • আন্তর্জাতিক
  • ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:০১:২৮

রোহিঙ্গা সংকট সমাধানে গঠন করা হচ্ছে বাংলাদেশ-চীন-মিয়ানমার ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটি। নিউইয়র্কে চীনের মধ্যস্থতায় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চলে উগ্রবাদ বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে চীন। জাতিসংঘের ৭৪ তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। প্রায় ঘন্টা খানিকের এই বৈঠকে সংকটে টেকসই সমাধানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের তাগিদ দেয়া হয়। ত্রিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে এম আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের পক্ষ থেকে একটি প্রস্তাব দেয়া হয়েছে। এই প্রস্তাবের কিছু বিষয়ে মিয়ানমার আপত্তি আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করা হচ্ছে সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে।

মন্তব্য ( ০)





  • company_logo