• জাতীয়

নিরাপদ বিদ্যুৎ কর্ম-পরিবেশ সৃজন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • জাতীয়
  • ০৮ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫৭:০৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন,নিরাপদ বিদ্যুৎ কর্ম-পরিবেশ সৃজন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা বিধানকারী সরঞ্জামাদি বৈদ্যুতিক কাজ করার সময় ব্যবহারের নির্দেশনা রয়েছে। ৭০ হাজার  শিক্ষিত- অর্ধশিক্ষিত বেকার তরুণ-তরুণীদের বৈদ্যুতিক কর্ম পেশায় প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে প্রকৌশলীদের আরও প্রশিক্ষণ দরকার।
প্রতিমন্ত্রী আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে “ সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প” পরিদর্শন কালে এসব কথা বলেন। তিনি বলেন, ঠিকাদার সংকান্ত জটিলতার কারণে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ বিল্মবিত হলেও এটি জ্বালানি সাশ্রয়ি।
গত ০১-০৫-২০১৮ তারিখে গ্যাস টারবাইন এর সিওডি হয়েছে এবং এমাসেই স্টীম টারবাইনের সিওডি হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ সকালে সিদ্ধিরগঞ্জে ইজিসিবির অর্থায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জ-এর নতুন ভবন উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo