• গণমাধ্যম

নিরাপত্তা চেয়ে জিডির ১১ দিন পর সাংবাদিক মুশফিকুর নিখোঁজ

  • গণমাধ্যম
  • ০৪ আগস্ট, ২০১৯ ১২:০৫:১০

প্রাণনাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ১১ দিন পর নিখোঁজ হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা’র সিনিয়র রিপোর্টার এফ এম মুশফিকুর রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবার জানায়, শনিবার বিকেলে মামার সঙ্গে কথা বলতে গুলশানে যান মুশফিকুর। তার সঙ্গে দেখা করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় ফেরার জন্য রওনা দেন তিনি। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর মুশফিকুরের সন্ধান না পেয়ে রাতেই গুলশান থানায় একটি জিডি করেন তার মামা এজাবুল হক। তিনি বলেন, গত ২১ জুলাই মুশফিকুরকে প্রাণনাশের হুমকি দিয়েছিল অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় লিখিত অভিযোগও করেন তিনি। জানতে চাইলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, এ ধরনের একটি অভিযোগ শুনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য ( ০)





  • company_logo