• জাতীয়

বিদেশ থেকে এলো মশা মারার নমুনা ওষুধ

  • জাতীয়
  • ০৫ আগস্ট, ২০১৯ ১৮:৫৯:৫৪

এডিস মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যেই কার্যকর ওষুধের নমুনা বিভিন্ন দেশ থেকে আনতে শুরু করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। চীন, ভারতসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে ওষুধের নমুনা আমদানি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অপরদকে ভারতসহ আরও কয়েকটি দেশ থেকে নমুনা এনেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মশা নিধনের নতুন আরও একটি নমুনা ওষুধ এমিরেটস বিমানযোগে ঢাকায় এনেছে আজ সোমবার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। তবে এ নমুনা ওষুধ এবার কোনো দেশ থেকে আনা হয়েছে বিষয়টি তিনি জানাতে পারেননি। এর আগে গত শুক্রবার ডিএসসিসি মশা মারতে ভারতীয় এক কোম্পানির নতুন ওষুধ মাঠপর্যায়ে পরীক্ষা চালানো হয়। নগর ভবনের মূল ফটকের সামনে তিনটি খাঁচার প্রতিটিতে ৫০টি করে মশা রেখে এ পরীক্ষা চালানো হয়। খাঁচা থেকে ৩ ফুট দূরত্বে ফগার মেশিন কাঁধে নিয়ে সিটি কর্পোরেশনের মশক নিধনকর্মীরা খাঁচায় ওষুধ ছিটায়। ৩০ মিনিটের পরীক্ষা শেষে প্রথম খাঁচায় ২২ শতাংশ, ২৬ শতাংশ এবং ১৮ শতাংশ মশা মারা যায়। নতুন এ ওষুধে ৩০ মিনিট পরীক্ষা শেষে সর্বোচ্চ ২৬ শতাংশ মশা মারা যায়।

মন্তব্য ( ০)





  • company_logo