• জাতীয়

ঝাড়ু হাতে ভাইরাল হওয়া মেয়র আতিকের ছবিটি দেড় বছর আগের!

  • জাতীয়
  • ০৬ আগস্ট, ২০১৯ ১৪:৩৮:২৯

সম্প্রতি পরিষ্কার সড়কে ঝাড়ু হাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে সেটি সাম্প্রতিক সময়ে তোলা নয়। এটি প্রায় দেড় বছর আগের তোলা একটি ছবি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দেশের চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে একটি সড়কে ঝাড়ু দিচ্ছেন মেয়র আতিকুল ইসলাম। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নজরে এলে তাদের পক্ষ থেকে বলা হয়, মেয়র আতিকুল ইসলামের যে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেটি সাম্প্রতিক সময়ে তোলা নয়। এটি প্রায় দেড় বছর আগের তোলা ছবি। এ বিষয়ে ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, ‘কয়েকটি জাতীয় দৈনিকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র তারকাদের সঙ্গে ঝাড়ু হাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের পরিচ্ছন্নতা অভিযানের একটি ছবি ডিএনসিসির দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে ছবিটি মেয়র নির্বাচিত হওয়ার অনেক আগে, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে এফডিসি প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা পরিষ্কার করার অনুষ্ঠানের। চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে আতিকুল ইসলামের এই ছবিটি তোলা হয়।’ তিনি আরও বলেন, ‘গত বছরের ১৫ ফেব্রুয়ারির জাতীয় দৈনিকগুলো পর্যবেক্ষণ করলে যে কেউ এ বিষয়ে নিশ্চিত হতে পারবেন। তাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’

মন্তব্য ( ০)





  • company_logo