• জাতীয়

ঈদযাত্রায় ভোগান্তি : একদিকে বৃষ্টি অন্যদিকে ট্রেনে শিডিউল বিপর্যয়

  • জাতীয়
  • ০৮ আগস্ট, ২০১৯ ১০:২৯:১২

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ-উল-আযহা। আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে পরিবার-পরিজনদের নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীতে বসবাসকারী মানুষ। সময় যতই ঘনিয়ে আসছে, ঈদযাত্রায় রেলপথে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। এই ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। সেইসঙ্গে যোগ হয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির ফলে এই ভোগান্তির মাত্রা আরো বেড়েছে। আজ বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, খুলনার উদ্দেশে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটির যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে। তবে প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেনটি ছেড়ে যেতে পারেনি। এদিকে উত্তরবঙ্গের উদ্দেশে ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টায়। তবে সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া উত্তরবঙ্গগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ছাড়ার কথা ছিল সকাল ৮টায়। তবে ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ছাড়া হবে বলে জানানো হয়। এ ছাড়া উত্তরবঙ্গের অন্য যে ট্রেনগুলো রয়েছে, ‘একতা এক্সপ্রেস’, ‘চিলাহাটি এক্সপ্রেস’, ‘রংপুর এক্সপ্রেস’- এই ট্রেনগুলোরও শিডিউল বিপর্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ ৮ আগস্ট এবং আগামীকাল ৯ আগস্ট ঈদযাত্রায় মানুষের উপচেপড়া ভিড় হবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। অন্যদিকে বোনারপাড়া-গাইবান্ধা-ত্রিমোহনী জংশন এবং রংপুরের পিরগঞ্জ-কাউনিয়া অঞ্চলে ট্রেনলাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তরবঙ্গের ট্রেন বিলম্ব হবে, এ ব্যাপারে আগেই আশঙ্কাপ্রকাশ করা হয়েছিল। তবে এতসব ভোগান্তির মধ্যেও বাড়ির পথে ছুটছে মানুষ। উদ্দেশ্য একটাই, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আর তা সম্ভব হলেই যেন এসব ভোগান্তি ম্লান হয়ে যাবে সবার। তিন স্পেশাল ট্রেন ঈদুল আজহায় ৩৭টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে এবার যুক্ত হয়েছে তিনটি স্পেশাল ট্রেন। কমলাপুর থেকে এই তিন জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন রুটে এ ট্রেন চলাচল। এই ট্রেনগুলো হচ্ছে- দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, খুলনা ঈদ স্পেশাল ও লালমনি ঈদ স্পেশাল। ঈদের আগে ও পরে চলবে এ ট্রেনগুলো। গত ৩০ জুলাই যারা ট্রেনের আগাম টিকিট কিনেছেন, তাঁরাই আজ যাত্রা করছেন। এ ছাড়া ঈদ শেষে ৫ আগস্ট দেওয়া হবে ১৪ আগস্টের ফিরতি অগ্রিম টিকিট, ৬ আগস্ট দেওয়া হবে ১৫ আগস্টের, ৭ আগস্ট দেওয়া হবে ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।

মন্তব্য ( ০)





  • company_logo