• লিড নিউজ

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বরেণ্য শিল্পী আলাউদ্দিন আলী

  • লিড নিউজ
  • ১৭ জুলাই, ২০১৯ ১৫:০৬:১০

দীর্ঘ ৩ মাস গুরুতর অসুস্থ্য হয়ে সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বাদ্যযন্ত্র শিল্পী আলাউদ্দিন আলী। বুধবার (১৭ জুলাই) দুপুরে সিআরপি থেকে তাকে বাড়ি ফিরে যাওয়ার ছাড়পত্র প্রদান করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মানসিক অবস্থার উন্নতির জন্য তাকে বাড়ি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত ৮ এপ্রিল শ্বাসনালী ও পাজরের বাম পাশ নিস্তেজ হওয়াসহ নানা রোগে আক্রান্ত হওয়ায় গুরুতর অবস্থায় তাকে সিআরপিতে ভর্তি করানো হয়। পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) এক্টিং হেড ফিজিওথেরাপি বিভাগের চিকিসৎক ফারজানা শারমিন রুমানা বলেন, আলাউদ্দীন আলী প্রথমে শ্বাসনালী ও পাজরের বা পাশে নিস্তেজসহ নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় সিআরপিতে আনা হয়। পরে দীর্ঘ তিন মাস চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তিনি আগে খেতে পারতেন না, কথা বলতে পারতেন না ও হাত নারাতে পারতেন না, বর্তমানে তিনি অস্পষ্ট ভাবে কথা বলতে পারছেন এবং স্বাভাবিক মানুষের মত খাওয়া দাওয়া করছেন। তিনি আরও বলেন, কিংবদন্তি এই সঙ্গীতজ্ঞ আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে তার পরিবার ও সহকর্মীদের সহায়তা প্রয়োজন। তাই দীর্ঘ তিনমাস চিকিৎসা শেষে তার পরিবারের কাছে থাকা ও বাইরের পরিবেশের মধ্যে থাকলে বাকিটা ঠিক হয়ে যাবে। এছাড়া পরিবারের সঙ্গে থাকা সময়ের মধ্যে তার শরীরের যদি অবনতি ঘটে তাহলে আমাদের সিআরপির যে কোনো শাখায় তিনি চিকিৎসা নিতে পারবেন। আমরা আশা করছি তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। সিআরপির নিউরোসার্জন বিভাগের প্রধান ডা. সাঈদ উদ্দীন হেলাল বরেন, মাস খানেক আগে বরেণ্যে এই শিল্পী গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে কয়েকজন সঙ্গীতশিল্পী যোগাযোগ করেন। পরে গত ৮ এপ্রিল এখানে তাকে ভর্তি করানো হয়। তিনি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। আশা করি খুব শিগগিরই তিনি আবার গানে ফিরে আসবেন। এর আগে গত ২২ জানুয়ারি রাত ১১টায় অসুস্থ আলাউদ্দীন আলীকে প্রথমে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুই মাসের বেশি সময়ের চিকিৎসায় তিনি প্রায় সুস্থ হয়ে উঠেন। পরবর্তীতে গত ৮ এপ্রিল সিআরপিতে স্থানান্তর করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo