• অপরাধ ও দুর্নীতি

খাদ্যে ভেজাল: র‌্যাব-১১’র অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৭ জুলাই, ২০১৯ ১৫:১৮:৩৭

ভেজাল খাবার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১’র ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রুপগঞ্জে অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ০১টি প্রতিষ্ঠানকে ২০ লক্ষ টাকা জরিমানা, ০২টি প্রতিষ্ঠানকে সীলগালা এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও বিএসটিআই আইন ২০১৮ এ দোষী সাব্যস্ত করে এস আলম খান কঞ্জুমার প্রোডাক্ট’কে সীলগালা, সেই সাথে ১ জনকে ৩০ দিনের অপর ৪ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান, পাশ্ববর্তী হাসান ফুড’ নামে আরেকটি প্রতিষ্ঠানকে ২০ লক্ষ টাকা জরিমানা এবং এসএস এগ্রো প্রোডাক্ট’কে সীলগালা করে দেওয়া হয়। উল্লেখ্য, অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নকল প্রসাধনী এবং অন্যান্য সামগ্রীর বিরুদ্ধে র‌্যাব সব সময় সোচ্চার। অননুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত করণের সাথে সম্পৃক্তদের প্রায়শই র‌্যাবের নিয়মিত অভিযানের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে এবং র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরু থেকে যে কোন ধরনের অপরাধ, প্রতারনা মূলক অপরাধ প্রতিরোধ এবং প্রতারক চক্রকে সনাক্ত ও গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সিএনআই/কেআই

মন্তব্য ( ০)





  • company_logo