• খেলাধুলা

নিষিদ্ধ হলো এসি মিলান, খেলতে পারবে না ইউরোপা লিগ

  • খেলাধুলা
  • ২৯ জুন, ২০১৯ ১৬:০৪:১৩

পরপর তিন বছর উয়েফার আর্থিক ফেয়ার প্লে নির্দেশ না মানায় আসন্ন মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না এসি মিলান। বারবার উয়েফা সতর্ক করা সত্বেও তারা নির্দেশ মানেনি। তাই তাদের এই শাস্তি দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। চার মাস আগে এসি মিলানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। বিচারের আশায় মিলান লুসানের ক্রীড়া সর্বোচ্চ আদালতে গিয়েছিল। কিন্তু সেই আদালতে উয়েফার আদেশই বহাল রাখা হয়েছে। মিলান তা মেনেও নিয়েছে। ফলে সিরি আ ছাড়া অন্য কোনো টুর্নামেন্ট এসি মিলান খেলতে পারবে না। নিষেধাজ্ঞার নোটিশ হাতে পাওয়ার পর মিলান কর্তারা হতাশ। উয়েফাকে দোষারোপ করছেন ক্লাব কর্তারা। কারণ, আর্থিক ফেয়ার প্লে’র নীতিটাই খুব পরিষ্কার নয় বলে। সিরি আ’তে এবার পাঁচে শেষ করেছে মিলান। ফলে ইউরোপা লিগ খেলার ছাড়পত্র পেয়েছিল। কিন্তু সেখানে খেলতে পারবে না মিলান। যদিও চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পায়নি অল্পের জন্য।

মন্তব্য ( ০)





  • company_logo