• খেলাধুলা

জয়টা বাংলাদেশের প্রাপ্য: শেবাগ

  • খেলাধুলা
  • ০৩ জুন, ২০১৯ ১৯:২২:০৩

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং নৈপুণ্যে ২১ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব-তামিমরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে প্রোটিয়াদের হারালো বাংলাদেশ। এরপর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন মাশরাফি-সাকিবরা। একের পর এক ক্রিকেটবোদ্ধা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। সেই তালিকায় রয়েছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দর শেবাগ। টুইটবার্তায় তিনি লিখেছেন, অভিনন্দন বাংলাদেশকে। দারুণ খেলেছো তোমরা। জয়টা তোমারদের প্রাপ্য। রোববার ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ও বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এটি টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মাহমুদউল্লাহ রিয়াদের কার্যকরী অপরাজিত ৪৬ রান করার আগে ১৪২ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক খেলেন ৭৮ মহাকাব্যিক ইনিংস। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলেন ৭৫ রানের নান্দনিক ইনিংস। পরে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে ৩০৯ রানে বেঁধে রাখে বাংলাদেশ। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এতে প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেন লাল-সবুজ জার্সিধারীরা। তথ্যসূত্র: টুইটার

মন্তব্য ( ০)





  • company_logo