• সমগ্র বাংলা

মাদারীপুরে ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই

  • সমগ্র বাংলা
  • ২২ এপ্রিল, ২০১৯ ১৭:০১:৪৭

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ১০টি বসতঘর। সোমবার (২২ এপ্রিল) ভোররাতে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ দুর্ঘটনা হয়। আগুনে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ফায়ার সার্ভিস জানায়, ঢালীকান্দি গ্রামের তোতা ঢালীর ঘর থেকে প্রথমে আগুনে সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ মূল্যবান মালামালও আগুনে পুড়ে যায়। এদিকে খবর পেয়ে রাতেই শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শিবচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মতুর্জা জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কি কারণে এই অগ্নিকাণ্ড তা তদন্ত করেই বিস্তারিত বলা যাবে।

মন্তব্য ( ০)





  • company_logo