• বিশেষ প্রতিবেদন

দেশের অধিকাংশ এলাকায় আজ কালবৈশাখীর ঝড় হতে পারে

  • বিশেষ প্রতিবেদন
  • ২৭ এপ্রিল, ২০১৯ ১৩:০০:০৮

দেশের অধিকাংশ এলাকায় আজ শনিবার কালবৈশাখী বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি ও শিলা পড়তে পারে।তবে দক্ষিণাঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা কম থাকতে পারে। সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

এতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ কিছুটা কমেছে। অর্থাৎ সারা দেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আজও দিনের তাপমাত্রা কমতে পারে। দেশের রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য ( ০)





  • company_logo