• বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কা থেকে ফেরত পাঠানো ১১ বাংলাদেশি শ্রমিককে জিজ্ঞাসাবাদ

  • বিশেষ প্রতিবেদন
  • ২৭ এপ্রিল, ২০১৯ ১৮:০৪:১৬

শ্রীলঙ্কা থেকে ফেরত পাঠানো ১১ বাংলাদেশি শ্রমিককে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইস্টার সানডের বোমা হামলার সাথে তাদের কোনো সংযোগ ছিল কি না তা জানতে এ জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শনিবার জানান, শ্রমিকরা শুক্রবার সকালে ঢাকা পৌঁছান। তারা শ্রীলঙ্কায় জঙ্গি নেতা ইনসাফ আহমেদ ইব্রাহিমের মালিকানাধীন তামাক কারখানায় কাজ করতেন। ইব্রাহিম শ্রীলঙ্কার সিনামন গ্রান্ড কলম্বো হোটেলে আত্মঘাতী বোমা হামলায় মারা গেছেন, বলেন মনিরুল। ইনসাফ ও তার ভাই ইলহাম আহমেদ ইব্রাহিম (৩১) শাংগ্রি-লা হোটেল ও সিনামন গ্রান্ড কলম্বো হোটেল লক্ষ্য করে দুটি আত্মঘাতী বোমা হামলা চালান বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার কয়েকটি বিলাসবহুল হোটেল ও গির্জা লক্ষ্য করে গত রবিবার চালানো বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহত ও কয়েক শ আহত হন। দেশটিতে এক দশক আগে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। মনিরুল ইসলাম বলেন, হামলার পর শ্রীলঙ্কান পুলিশ তামাক কারখানাটি বন্ধ এবং সব বিদেশি শ্রমিকদের নিজেদের দেশে পাঠিয়ে দিয়েছে। ‘তারা (শ্রমিকরা) তাদের মালিক সম্পর্কে কী জানত বা তার সাথে কোনো সংযোগ ছিল কি না তা জানতে আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দর থেকে নিয়ে এসেছি।’ যথাযথ জিজ্ঞাসাবাদ শেষে শ্রমিকদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে সিটিটিসি সদরদপ্তরে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

মন্তব্য ( ০)





  • company_logo