• বিনোদন

আলাউদ্দীন আলীকে ২৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

  • বিনোদন
  • ০৩ ফেব্রুয়ারী, ২০১৯ ২০:৪০:০৬

সংগীতের জীবন্ত কিংবদন্তি, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলীকে উন্নত চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এই অনুদানের অর্থ প্রদান করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এছাড়া বর্তমান আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে এদিন বিকেলে বিষয়টি জানিয়েছেন তার ছেলে সওকত আলী রানা। অনুদান প্রসঙ্গে আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা মিমি বলেন, ‘২৫ লাখ টাকা সঞ্চয়পত্র হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আলাউদ্দিন আলীর চিকিৎসায় দিয়েছেন। এখান থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অংকের টাকা তার চিকিৎসায় ব্যয় হবে। এছাড়া তার চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করেছেন। তার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।’ প্রসঙ্গত, গেল ২২ জানুয়ারি রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয় আলাউদ্দিন আলীকে। বৃহস্পতিবার পর্যন্ত তার অবস্থা ভালো ছিলো। শুক্রবার সকাল থেকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। মাঝখানে অসুস্থতার জন্য বেশকিছু দিন কাজের বাইরে ছিলেন আলাউদ্দিন আলী। তবে তখনই কাজে ফেরার ঘোষণা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, এখন তিনি সুস্থ। কাজের জন্য ফিট। কিন্তু এমন ঘোষণার দিন কয়েকের মধ্যেই ফের অসুস্থ হলেন সংগীতের এই কিংবদন্তী।

মন্তব্য ( ০)





  • company_logo