• অর্থনীতি

এটিএমে টাকা তুলতে লাগবে না কার্ড

  • অর্থনীতি
  • ০৭ ডিসেম্বর, ২০১৮ ২২:০১:৩৯

এটিএম বুথ টাকা তুলতে দরকার হয় ব্যাংক থেকে ইস্যু করা কার্ড। সাধারণ এই ছোট্ট কার্ডটি মানিব্যাগে রাখেন সবাই। কিন্তু সেই ঝামেলা থেকেও মুক্তি পাবে এটিম কার্ড ব্যবহারকারীরা। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এগিয়ে যাচ্ছে অর্থ লেনদেনের মাধ্যম। সবকিছু এখন একটি মোবাইলের মধ্যেই আটকে ফেলছে মানুষ। এবার মোবাইল অ্যাপ দিয়েই এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে। কিছুদিন আগে ভারতের রিজার্ভ ব্যাংক একটি নির্দেশিকা জারি করে। এটিএমের নিরাপত্তা বাড়ানোর জন্য সফটওয়ার ও হার্ডওয়্যার আপডেট করতে বলা হয়েছিল ওই নির্দেশিকায়। কিন্তু তা করতে দেশটিতে খরচ হবে প্রায় ৯ হাজার কোটি টাকা। ফলে বিকল্প উপায় নিয়ে ভাবতে থাকে দেশটির ব্যাংকাররা। বিকল্প উপায়ও পেয়েছেন তারা। এটিএম কার্ডের পরিবর্তে তারা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা লেনদেনের সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এ পদ্ধতি টাকা লেনদেনের জন্য গ্রাহকের স্মার্টফোনে শুধু ইউপিআই অ্যাপ থাকলেই চলবে। মোবাইল ক্যামেরায় কিউআর স্ক্যান করে পাঠাবে ইউপিআই অ্যাপে। তাহলেই গ্রাহক তার লেনদেন করতে পারবেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

মন্তব্য ( ০)





  • company_logo