• আন্তর্জাতিক

যে কোনো মুহূর্তে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান

  • আন্তর্জাতিক
  • ১৮ ডিসেম্বর, ২০১৮ ২০:৪০:১৩

সিরিয়ার উত্তরাঞ্চলে যে কোনো মুহূর্তে সামরিক অভিযান চালাবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যিপ এরদোগান সোমবার এ ঘোষণা দিয়েছেন। এরদোগান বলেন, উত্তর সিরিয়ায় যে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে তুরস্ক। আঙ্কারার পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক সাড়া দিয়েছেন। উত্তর সিরিয়ায় ফোরাত নদীর পূর্ব এলাকায় ওয়াইপিজি'র সদস্যরা দীর্ঘ দিন অবস্থান করছে বলে অভিযোগ করে আসছেন তুর্কি প্রেসিডেন্ট। মার্কিন-সমর্থিত এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সেনাবাহিনী সীমান্ত অভিযান শুরু করবে। উল্লেখ্য, ওয়াইপিজি ও পিকেকে সংগঠনকে আঙ্কারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। কিন্তু যুক্তরাষ্ট্র এ দুই সংগঠন সহায়তা করে থাকে। বর্তমানে মার্কিন সেনারা ফোরাত নদীর পূর্ব পাশে অবস্থান করছে। সূত্র: আনাদলু এজেন্সি।

মন্তব্য ( ০)





  • company_logo