• আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন ভারতীয় নারী

  • আন্তর্জাতিক
  • ১৩ নভেম্বর, ২০১৮ ০৯:০৮:২৬

ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নারী আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে পারেন। তিনি তুলসি গ্যাবার্ড, ডেমোক্র্যাট দলীয় রাজনীতিক। হাওয়াই অঙ্গরাজ্যের এই আইনপ্রণেতা যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নামবেন, তারই উপস্থিতিতে এক আসরে আরেক ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি এ তথ্য জানান। কিন্তু ৩৭ বছর বয়সী এ নেতা এমন তথ্য নিশ্চিতও করেননি, উড়িয়েও দেননি। তবে তুলসির ঘনিষ্ঠদের সূত্রে এনডিটিভি জানিয়েছে, এরই মধ্যে দাতা খুঁজছেন তিনি ও তার দল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি ডেমোক্র্যাট দলের জাতীয় কমিটির ভাইস চেয়ার ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে সিনেটর বার্নি স্যান্ডার্সকে সমর্থন দেওয়ার জন্য তিনি কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। মার্কিন কংগ্রেসে তুলসিই প্রথম হিন্দু আইনপ্রণেতা। তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন, তা হলেও হিন্দু হিসেবে প্রথম হবেন। আর যদি তিনি নির্বাচিত হতে পারেন, তা হলে তিনি হবেন সবচেয়ে কম বয়সী এবং প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্য ( ০)





  • company_logo