• বিনোদন

এটিএন বাংলায় আজ থেকে ‘হাজার বত্রিশ’

  • বিনোদন
  • ১৪ নভেম্বর, ২০১৮ ১৭:২৩:২৮

এটিএন বাংলায় আজ প্রচার শুরু হচ্ছে হরর ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। নাটকটির রচনায় পান্থ শাহরিয়ার ও পরিচালনায় রয়েছেন শৌর্য দীপ্ত সূর্য। দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা পথিক নাটকটির প্রযোজনা করেছে। নাটকের গল্পে দেখা যাবে, জাফর সাহেবের সারা জীবনের স্বপ্ন ছিল একটি বাড়ি করার, করেনও। বাড়ির নাম্বার ১০৩২। কিন্তু সে সুখ তার সইলো না। তার স্ত্রী মারা গেলেন। তিনি ছেলে মেয়েদের নিয়ে দোতলায় থাকেন। একতলা ভাড়া দিয়ে রাখলেও কেউ এখানে থাকতে চায় না। কেমন যেন ভূতুরে ব্যাপার আছে এখানে। সবাই বলে রাতে জাফর সাহেবের স্ত্রী ঘুরে বেড়ান একতলায়। কেউ কেউ আবার হেসে উড়িয়ে দেয় এমন সব কথাকে। টিকে থাকতে পারে না কোনও পরিবারই। এভাবেই গল্পের আবর্তে গল্প তৈরি হয়। আর আমরা দেখতে পাই একেকটা নতুন পরিবার নতুন নতুন সমস্যা নিয়ে এসে হাজির হয় জাফর সাহেবের ১০৩২ বাড়ির নীচ তলায়। এমন একটি গল্প নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। নাটকে অভিনয় করেছেন- আবুল হায়াত, রুনা খান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নিকুল কুমার মন্ডল, জাহাঙ্গীর আলমসহ অনেকে প্রমুখ। নাটকটি আজ বুধবার (১৪ নভেম্বর) থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।

মন্তব্য ( ০)





  • company_logo