• খেলাধুলা

ক্যান্ডিতে ৪৯ বছরের রেকর্ড ভাঙল স্পিনাররা

  • খেলাধুলা
  • ১৮ নভেম্বর, ২০১৮ ১২:৫৫:০৯

উপমহাদেশের পিচ মানেই স্পিনারদের ঘূর্ণির জাদু। সেই জাদুতে মজে এবার ক্যান্ডি টেস্টে রেকর্ডই গড়ে ফেললেন স্পিনাররা। সিরিজের দ্বিতীয় টেস্টের ৪০টি উইকেটের মধ্যে ৩৮টিই নিয়েছেন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার স্পিনাররা মিলে। যা কোন টেস্টে স্পিনারদের নেওয়া সর্বোচ্চ উইকেট। রোববার ক্যান্ডি টেস্ট জিতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। স্পিনারদের আধিপত্যের এই ম্যাচটিতে লঙ্কানদের ২০টি উইকেটের ১৯টিই নিয়েছেন ইংলিশ স্পিনাররা। একটি হয়েছে রান আউট। অন্যদিকে দিকে ইংলিশদেরও ১৯টি উইকেট নিয়েছেন লঙ্কান স্পিনাররা। পুরো টেস্টে পেসারদের ভাগ্যে জুটেছে একটি উইকেট। সেটি নিয়েছেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমাল। টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জ্যাক লিচ। ইংলিশ এই স্পিনার নিয়েছেন ৮টি উইকেট। প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫টি। এছাড়া মঈন আলী ৬টি (২+৪), আদিল রশিদ ৪ (৩+১) ও জো রুট নিয়েছেন ১টি উইকেট। অন্যদিকে লঙ্কান স্পিনারদের মধ্যে দিলরুয়ান পেরেরা ৭ (৪+৩), আকিলা ধনঞ্জয়া ৮ (২+৬) ও মালিন্দা পুষ্পকুমারা নিয়েছেন ৪টি (৩+১) উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে স্পিনারদের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল ৩৭টি। ১৯৬৯ সালে নাগপুরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টে ওই রেকর্ডটি হয়েছিল। সেই রেকর্ড ভেঙে ক্যান্ডিতে ৪৯ বছর পর নতুন কীর্তি গড়লেন ইংলিশ ও লঙ্কান স্পিনাররা

মন্তব্য ( ০)





  • company_logo