ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছেন। এই হামলা বৃহস্পতিবার (২১ নভেম্বর) পরিচালিত হয়। লেবাননের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সমর্থিত হিজবুল্লাহকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরায়েল এমন হামলা চালিয়েছে। মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোস্টেইন গত মঙ্গলবার লেবানন সফর করেন এবং সেখানে তিনি যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা জানান।
তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। লেবাননের ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু পরিবর্তন চাওয়া হয়েছে। বিশেষ করে, দক্ষিণ লেবানন থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে নিশ্চয়তা চাওয়া হয়েছে।
গাজায় এক বছর ধরে চলা যুদ্ধে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ বন্ধ করতে বেশ জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে। লেবাননের বালবেক হারমেল প্রদেশের গভর্নর বাছের খদর জানান, ইসরায়েলি হামলায় বালবেক অঞ্চলে ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে।
সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত এই অঞ্চলটি হিজবুল্লাহর দখলে রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে ওই অঞ্চলে ইসরায়েলি হামলা শুরু হলে, অনেক বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র চলে যান।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে, এবং হামলার আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমেই জটিল হচ্ছে ইউক্রেন-রাশিয়া ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অটোর...
ফরিদপুর প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হ...
ময়মনসিংহ প্রতিনিধি: পবিত্র কোরআনের বিবৃতি দিয়ে তিনি...
মন্তব্য ( ০)