ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়ন ও সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন কুমার নদীর বেইলি ব্রীজটির মাঝখানের লোহার অংশ ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে দুই উপজেলার কয়েক হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ ব্রীজটির দুপাশে বাশবেধে গাড়ী চলাচল বন্ধ করে দিলেও চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীদের।
সরেজমিনে গেলে স্থানীয় সুত্রে জানা যায়, ব্রীজটির পাটাতন ভেঙে কয়েকটি দুর্ঘটনা ঘটারপরে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ তার নিজ খরচে আংশিকভাবে ব্রীজটি মেরামত করে দেন। গত ৭দিন যাবৎ ব্রীজটির মাঝখানের নিচের অংশে ভেঙে যাওয়ায় ব্রীজটির উপর দিয়ে ছোট বড় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
একাধিক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৩০ বছর আগে মধুখালী ও ততকালীন বোয়ালমারী দুই উপজেলাবাসীদের চলাচলের জন্য কুমার নদীর ওপর লোহার কাঠামোর এই ব্রীজটি নির্মাণ করেন। বর্তমান এই বেইলি ব্রীজের উপর দিয়ে প্রতিদিন ২০ থেকে ৩০টনের অধিক মালামাল বহনকারী ট্রাক চলাচল করায় ব্রীজটির মাঝখানের লোহার অংশ ভেঙে যায়। স্থানীয়দের দাবি ব্রীজটি দ্রুত মেরামত করে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হোক।।
পল্লী চিকিৎসক মোঃ ফারুক হোসেন জানান, গত ৭ দিন যাবৎ সেতুটির মাঝখানের অংশ ভেঙে যাওয়ায় আশপাশের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। নড়িখালী বাসষ্ট্যান্ড থেকে চাঁদপুর বাজার এক কিলোমিটার পথ আসতে অতিরিক্ত প্রায় ৮কিঃ মিঃ পথ পাড়ি দিয়ে বাড়াঘাট ব্রিজ হয়ে চাঁদপুর বাজারে আসতে বাধ্য হচ্ছেন।
চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ জানান, এর আগে ব্রীজটির পাটাতন ফাক হয়ে দুর্ঘটনায় দুজন মারা গেছেন। পরে আমি নিজ খরচে তা মেরামত করে দিয়েছি। আবার ৭ দিন আগে ব্রিজের মাঝখানের অংশ ভেঙে যাওয়ার সাথে সাথেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। এলজিইডির ইঞ্জিনিয়ার এসে ব্রীজটি দেখে মেরামতের জন্য ঢাকায় মালামালের অর্ডার দিয়েছিলেন মাল ও চলে এসেছে খুব দ্রুত মেরামতের কাজ শুরু হবে।
ফরিদপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খান জানান, আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি যত দ্রুত সম্ভব ব্রীজটি মেরামত করে দেয়ার জন্য। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বড় বোনের ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া কারাগারে নাশকতা মামলায় গ...
চট্টগ্রাম প্রতিনিধি: ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নাম...
পাবনা প্রতিনিধিঃ দেশে প্রাকৃতিক দূর্যোগের মধ্যে বজ্রপাত ...
মন্তব্য ( ০)