ছবিঃ সিএনআই
আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার সন্ধ্যা থেকে টানা বর্ষণে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ভারি বর্ষণে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মুম্বাইয়ের একাধিক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে জানা গেছে, পাওয়াই এলাকায় ২৩৪ মিলিমিটার, ঘাটকোপার ২৫৯ মিলিমিটার, মানখুর্ড ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যেটা এই সময়ের মধ্যে সবচেয়ে বৃষ্টিপাতের রেকর্ড। এই ভারি বৃষ্টিপাতের কারণে মুম্বাইয়ে মানুষের মৃত্যুর পাশাপাশি একাধিক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিপর্যস্ত ট্রাফিক ব্যবস্থা, ব্যাহত হচ্ছে ট্রেন (মধ্য রেল) পরিষেবা, যদিও পশ্চিম রেল পরিষেবা স্বাভাবিক রয়েছে, বিমান চলাচলেও সাময়িক প্রভাব পড়েছে, ১৪ বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের মুমব্রা বাইপাস রোড এলাকায় ধসের সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিসের অফিসার স্বপ্নীল সার্নবাথ জানিয়েছেন বৃষ্টির কারণে পাহাড় থেকে বড় বড় পাথর কোষে রাস্তার ওপরে চলে আসে। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ আমরা এই ঘটনার খবর পাই। যদিও ওই ঘটনায় এখনো পর্যন্ত হতাহাতের কোনো খবর নেই। তবে যান চলাচল ব্যাহত হয়েছে।
পুনেতে মাত্র তিন ঘণ্টার বৃষ্টি গত ৮৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। বুধবার শিবাজি নগরে ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর বেশিরভাগটাই হয়েছে দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত- মাত্র তিন ঘণ্টার সময়কালে। বৃহস্পতিবার সেই বৃষ্টির মাত্রা ১৩২.৩ মিলিমিটার ছুঁতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর বুধবার মুম্বাইয়ে হলুদ সর্তকতা জারি করেছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মুম্বাই, রায়গড় এবং থানেতে লাল সর্তকতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সারাদিন ধরেই ভারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
লাল সতর্কতা জারির কারণে মুম্বাই, থানে, পুণে, পালঘর, পিম্প্রি-চিঞ্চওয়ার এলাকায় স্কুল কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সড়ক ও রেললাইনে পানি জমার কারণে একাধিক জায়গায় ঘন্টার পর ঘণ্টা আটকে পড়তে হয়েছে পথচারীদের। মুম্বাই পুলিশের তরফে বাসিন্দাদের জানানো হয়েছে, খুব প্রয়োজন না হলে তারা যেন ঘরের বাইরে না বের হন।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে চুরির ঘ...
গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপা...
লালমনিরহাট প্রতিনিধি: "আত্নবিশ্বাস গড়ে তোলো, আত্মমর...
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসি...
মন্তব্য ( ০)