• রাজনীতি

পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর আগমন উপলক্ষে গণজমায়েত

  • রাজনীতি
  • ৩১ আগস্ট, ২০২৪ ১৭:৪৫:২৩

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এর পটুয়াখালীতে আগমন উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় শহীদ মিনার সংলগ্ন মাঠে গণজমায়েতের আয়োজন করা হয়েছে।

এ গণজমায়েতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। উক্ত জমায়েত সভাপতিত্ব করেন, মাকসুদ আহমেদ বায়জিদ পান্না সাবেক সহ সভাপতি জেলা বি এন পি এবং বর্তমান আহবায়ক কমিটির  সদস্য, এছারাও উক্ত গনজামায়েত সঞ্চালনায়  ছিলেন, এডভোকেট আল আমিন সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী জেলা ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক পটুয়াখালি জেলা যুবদল ।উক্ত জামায়াতে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান বাহিনির প্রধান এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরি বলেন, আওয়ামিলীগ এর চেয়েও ভয়ংকর কিছু মোনাফেক বিএনপি, র ভিতর রয়েছে এদের প্রতিহত করতে হবে। এবং একই সাথে আরো বলেন, দেশে স্বাধীন সার্বভৌমত্ব বজায় রাখতে হলে আমাদেরকে আরো কষ্ট করতে হবে। একই সাথে তিনি ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মন্তব্য ( ০)





  • company_logo