• রাজনীতি

চন্দনাইশের সাতবাড়ীয়ায় জামায়াতের কর্মী সম্মেলন

  • রাজনীতি
  • ৩০ আগস্ট, ২০২৪ ১৬:০১:১৬

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন শুক্রবার ৩০ আগষ্ট সাতবাড়ীয়া অলি আহমদ বীর বিক্রম কলেজ অডিটোরিয়ামে সাতবাড়ীয়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াত সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।সাতবাড়ীয়া জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আরফাতুজ্জামানের সঞ্চালায় সম্মেলনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য সাইফুদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী আরিফুর রসিদ, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আয়ুব আলী, চন্দনাইশ উপজেলা সাবেক সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দীন, সাঙ্গু সাংগঠনিক থানা আমীর ডা. আবদুল জলিল, ছাত্র নেতা মুজিবুর রহমান। 

উপস্থিত ছিলেন, বায়তুল মাল সেক্রেটারি আবদুল খালেক নিজামী, সাবেক ছাত্র নেতা নাছিরুল্লাহ, দোহাজারী পৌরসভা জামায়াতের সভাপতি মাওলানা জমির আদনান, দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক মোকাম্মেল, চন্দনাইশ দক্ষিণ শিবিরের সভাপতি গোলাম কিবরিয়া, চন্দনাইশের শিবিরের তত্ত¡াবধায়ক ইমাম হোসাইন,চন্দনাইশ পৌর আমির মাওলানা কুতুব উদ্দীন, বৈলতলী সভাপতি কায়েদ আজম বকর, মাসুদুর রহমান, রিদওয়ানুর রহমান, এড. মাকসুদুজ্জমান, হাবিবুল্লাহ সহ অসংখ্য জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

 বক্তারা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী সরকার জামায়াতের ওপর নির্যাতন চালিয়েছে, জেল, জুলুম, হত্যা ইত্যাদি বিষয় দিয়ে ঘায়েল করে রেখেছে, যা বক্তেব্যে বলার কিছুই নাই, জনগণ এ সকল অপকর্ম সম্পর্কে আবগত আছেন। এত কিছুর পরেও আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম, যারা সঠিক পথে ফিরে আসতে চাই তাদের জন্য আমাদের সংগঠনের দরজা উম্মুক্ত। সমাপণী বক্তব্যের মধ্য দিয়ে মুনাজাত পরিচালনা করেন, আমীর মাওলানা আয়ুব আলী।

মন্তব্য ( ০)





  • company_logo