ছবিঃ সংগৃহীত
অর্থনীতি ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই বাজারে পণ্যের দাম কমার ধারা লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি না থাকায় সবজির বাজারে এর প্রভাব লক্ষ্য করা গেছে। তবে বাজার ভিত্তিক সিন্ডিকেটের কারণে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি বাজারে। বাজার ভেদে দামেও পার্থক্য লক্ষ্য করা গেছে।
শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর মগবাজারের বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, ঢেঁড়শ ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৫০ টাকা, লাউ পিস হিসেবে ৫০ থেকে ৬০ টাকা (আকারের উপর নির্ভরশীল), লাল বেগুন ৬০ টাকা, ঝিঙ্গা ৭০, ধুন্দল ৮০ টাকা, শসা ৮০ টাকা, কাঁচামরিচ ২৪০ থেকে ৫০ টাকা এবং আলু প্রকার ভেদে ৬০ ও ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া টমেটো ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রয় হচ্ছে।সব ধরনের শাকের দাম অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন ধরেনের শাক আটি হিসেবে ১০ থেকে ১৫ টাকা করে বিক্রয় হচ্ছে। শাকের ধরন অনুযায়ী আটির আকারেও পার্থক্য রয়েছে। পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। আর ব্রয়লার মুরগি ১৭০, লেয়ার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।তবে বাজার ভিত্তিক দামের পার্থক্য রয়েছে দাবি করছেন ক্রেতারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজার দরের তালিকা তুলে ধরে বিক্রেতাদের সাথে অনেককেই তর্কে জড়াতে দেখা যায়।আদিব হাসান নামে এক ক্রেতা বলেন, ছাত্রদের ও সেনাবাহিনীর পক্ষ থেকে বাজার দরের একটা তালিকা পেয়েছি। কিন্তু সে অনুযায়ী এখানে দামের কোনো মিল পাচ্ছি না।জবাবে বিক্রেতারা বলছেন, আমরা যত দামে কেনবো তার থেকে কমে তো বিক্রি করতে পারব না। তারা কোথা থেকে কি দেখেছে জানি না। আমরা যেই রেটে কিনেছি, তার সাথে আমাদের লাভ যোগ করে বিক্রি করছি। তারা ছাত্রদের ভয় দেখাচ্ছে।
আসুক, এসে দেখে যাক।এদিকে গতকাল থেকে সামাজিক যোগযোগ মাধ্যমে পণ্যের দামের একটি তালিকা ঘুরে বেড়াচ্ছে। এতে বলা হচ্ছে, আলু-৪০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, লবণ মোটা প্যাকেট ৩০ টাকা, সয়াবিন তেল বোতল লিটার ১৪০ টাকা, পেট্রোল ১২৫ টাকা, গরু মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা, বয়লার ১৪০ টাকা, দেশি মুরগি ৪০০ টাকা।বেশি চাইলে সেনাবাহিনীকে কল দেবেন অথবা নিকটস্থ ছাত্র-ছাত্রী জনতার সাথে যোগাযোগ করার আহ্বানও জানানো হয় ওই পোস্টে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে টিসিবি’র পণ্য...
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিএফজির উদ...
মন্তব্য ( ০)