• জাতীয়
  • লিড নিউজ

মাগুরায় ছাত্র আন্দোলনের সংঘর্ষে নিহত ৪

  • জাতীয়
  • লিড নিউজ
  • ০৪ আগস্ট, ২০২৪ ২০:০০:৫১

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় আন্দোলনকারীদের  সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে। এদিকে মাগুরা শহরের ভায়না মোড়ে মাইক্রোবাসে অগ্নিসংযোগ করতে দেখা যায়।

তাছাড়া জামান অ্যান্ড দত্ত ফিলিং স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য একটি দোকান ঘরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং ইজিবাইকে করে বের করে দেন। 

সকাল থেকে বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা পারন্দায়ালী নবগঙ্গা নদী ব্রিজ এলাকায় সংঘর্ষ চলছিল। মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অমর প্রসদ তিনজনের তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরো এক জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী (২৫), মহম্মদপুরের বালিদিয়া  গ্রামের কালু শেখের ছেলে সুমন শেখ (২৬), একই উপজেলার ইউনুস মিয়ার ছেলে আহাদ আলী (১৮) এবং শ্রীপুরের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ (২২)।

মন্তব্য ( ০)





  • company_logo