• রাজনীতি

বিশ্বের কাছে বাংলাদেশকে অকার্যকর জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল বিএনপি-জামায়াতঃ ইকবালুর রহিম এমপি

  • রাজনীতি
  • ২৮ জুলাই, ২০২৪ ১৮:২৪:১১

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে কােটা আন্দোলনের সুযােগ নিয়ে বিএনপি জামায়াত শিবির ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অকার্যকর জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল। 

আজ ২৮ জুলাই রবিবার দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন শৃংখলা পরিস্হিতি সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ ইফতখার আহমেদ, এম. আব্দুর রহিম মেডিকল কলেজ হাসপাতালের পরিচালক এ.টি.এম নুরুজ্জামান, সেনাবাহিনীর ২০ বীর অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ইসলাম, ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আহসান উল ইসলাম পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মােহাম্মদ নূর এ আলম, সিভিল সার্জন ডা. বােরহান উল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল্লাহ আল মাসুম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেল সুপার নুরশদ আহমদ ভুঁইয়া, র‌্যাব-১৩ দিনাজপুরের সিপি ক্যাম্পে কােম্পানি কমান্ডার নাজমুল হক, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম,  জেলা আনসারের কমাড্যাট হাছান আলী, দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার, সাবেক মহিলা এমপি সুলতানা বুলবুল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল মুক্তিযাদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মােকাদ্দেস হােসেন বাবলু, আওয়ামী লীগের  জেলা কমিটির সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু,  সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, আওয়ামী লীগের পৌর কমিটির সভাপতি এ্যাড়ভোকেট শামীম আলম সরকার বাবুসহ অন্যান্যরা।

হুইপ ইকবালুর রহিম আরাে বলেন, যারা এই অরাজকতা সৃস্টি করেছে, তাদের কাউকেই ছাড় দেয়া হবেনা। নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের জিরাে টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সর্বক্ষেত্রে সচেতনতামূলক সভা সমাবেশ সৃষ্টি করতে হবে। মাদ্রাসা, স্কুল, কলেজের নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করার জন্য সচতনতামুলক কাজ করতে হবে। 

মন্তব্য ( ০)





  • company_logo